পুলিশের চাকরি পেলেন ৩৬ তরুণ-তরুণী ১২০ টাকায়

লালমনিরহাটে কোন ধরনের সুপারিশ ও হয়রানি ছাড়া মেধার ভিত্তিতে ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৬ তরুণ-তরুণী। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে লালমনিরহাট পুলিশ লাইন্সের ড্রিল সেডে পুলিশ সুপার তরিকুল ইসলাম পুলিশ কনস্টেবল পদে উত্তীর্ণদের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এই তথ্য জানান।

 

লালমনিরহাট ১২০ টাকায় পুলিশের চাকরি পেলেন ৩৬ তরুণ-তরুণী

 

মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে পুলিশ লাইন্স-এর ড্রিল শেডে এ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৌখিক পরীক্ষা শেষে ৩৬ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয় এবং ০৩ জনকে অপেক্ষমাণ রাখা হয়। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম (প্রশাসন ও অর্থ) লালমনিরহাট সদর থানার ওসি আবদুল কাদের উপস্থিত ছিলেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় তাদের মধ্যে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন।

এর আগে গত ০১ নভেম্বর ২০২৪ তারিখ লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্‌রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, সেপ্টেম্বর ২০২৪ এর নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।
লালমনিরহাট জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম শুরু থেকে শেষ পর্যন্ত সভাপতি হিসেবে উক্ত ট্রেইনি রিক্‌রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার সমগ্র কার্যক্রমের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, লালমনিরহাটের প্রায় ৩৬০০ জন প্রার্থী কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে আবদন করেছিলেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে ৩৬ জনকে প্রাথমিক নিয়োগ দেওয়া হয়েছে। মেধা কোটা ব্যতীত অন্য কোনো কোটার প্রার্থী লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়নি। আমি আশা করছি নির্বাচিত এসব প্রার্থীরাও কোনো প্রকার অনিয়ম দুর্নীতির আশ্রয় না নিয়ে নিঃস্বার্থভাবে দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিবে।

 

আরও পড়ুন :

Leave a Comment