লালমনিরহাটের সীমান্তগুলো উম্মুক্ত, দেদারছে আসছে গরু ও মাদক

সীমান্তগুলো উম্মুক্ত – লালমনিরহাটের বিভিন্ন সীমান্তে ব্যাপক হারে চোরাচালানি বেড়েছে। দেদারছে আসছে ভারত হতে গরু ও মরণঘাতি নানা মাদক। এদিকে কালীগঞ্জ সীমান্ত হতে রোস্তম আলী (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। বুধবার (৬ নভেম্বর) তাকে আদালতের সোপর্দ করা হয়েছে।

 

লালমনিরহাটের সীমান্তগুলো উম্মুক্ত, দেদারছে আসছে গরু ও মাদক

থানা পুলিশ সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (০৫ নভেম্বর) ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের লোহাকুচির ৯১৮ নম্বর পিলারের কাছে থেকে  রুস্তম আলী কে আটক করে বিজিবি। তিনি উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ফরিদ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে চোরাচালানির সাথে জড়িত।

এদিকে ৫ আগস্ট সরকার পরিবর্তনের সুযোগে দেশে হঠাৎ আইনশৃংখলাপরিস্থিতির অবনতি ঘটে। যার প্রভাব পড়েছে সীমান্তেও। লালমনিরহাটের বিভিন্ন সীমান্তে দেদারছে আসছে ভারত হতে অবৈধপথে গরু ও বিভিন্ন মরণঘাতি মাদক দ্রব্য। বিজিবির একশ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তা ও মাঠপর্যায়ের সৈনিক এই সব চোরাচালানির সাথে জড়িত বলে সীমান্তে বাসীর অভিযোগ রয়েছে।

 

 

রাত গভীর হতেই সীমান্তের চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠে। শতশত মানুষ কোটা নিয়ে গিয়ে সীমান্তে অবস্থান নেয়। রহস্যজনক কারণে বিজিবি সে সময় অসহায়ত্ব হয়ে পড়ে। নানা সূত্রে জানা গেছে, এবারে ভারত হতে হাজার হাজার ছোটছোট গরু বাছুর আসছে। আসছে ফেন্সিডিল, রোডেক্স, গাঁজা, ভারতীয় মদসহ নানা মরণঘাতি মাদক। গরু গুলো সীমান্তের স্থানীয় হাট বাজার গুলোতে দিনরাত্রি কেনা বেচা হচ্ছে।

স্কুল শিক্ষক মোছাঃ মহসিনা বেগম জানান, সীমান্তের অপরাধ বেড়েছে। সীমান্ত মাফিয়ারাও পরিবর্তন হয়েছে। আগে যারা নিয়ন্ত্রণ করতে তারা এখন নেই। এখন নতুন মাফিয়া সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

লোহাকুচি ক্যাম্পের নায়েক আব্দুল মতিন বলেন, মঙ্গলবার ভারতের ওপারে কুচবিহার সীমান্তের ভাড়াটিপাড়া থেকে গরু আনতে যান ১০-১২ চোরাকারবারি। এ সময় লোহাকুচি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। পরে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯১৮ নম্বর পিলারের ভারতের ২০০ গজ অভ্যন্তরে লোহাকুচি নামক স্থান থেকে রোস্তমকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিজিবি কালীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেছে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলম বলেন, বিজিবি আটক করে রোস্তমকে রাতে থানায় দিয়েছে। তাঁকে বুধবার আদালতে সোপর্দ করা হয়।

 

আরও পড়ুন :

Leave a Comment