লালমনিরহাট জেলার পেশা

আমাদের আজকের আলোচনার বিষয় লালমনিরহাট জেলার পেশা ।

 

লালমনিরহাট জেলার পেশা
তিনবিঘা করিডোর – লালমনিরহাট জেলা

 

লালমনিরহাট জেলার পেশা:-

কৃষি প্রধান হলেও বিভিন্ন ব্যবসা-বাণিজ্য নিয়ে এই জেলা। ৭২.৭৮% মানুষ কৃষক, ১০.৪৯% ব্যবসায়ী, ৩.৪৬% শ্রমিক এবং ৪.৪৫% চাকুরীজীবি। লালমনিরহাটে কোন বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেনি। মাত্র অল্প কয়েকটি মাঝারি আকারের শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তবে প্রচুর স্থানীয়পল্লীভিত্তিক কিছু কিছু ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে উঠেছে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

লালমনিরহাট জেলার মোট জনসংখ্যা ১২,৫৬,০৯৯। মোট পুরুষ ৬২৮,৭৯৯ এবং মোট মহিলা ৬২৭,৩০০ জন। লালমনিরহাটের জনসংখ্যার ঘনত্ব ১০০০/কিমি। বেশিরভাগ লোক বাংলায় কথা বলে। এই জেলার বেশিরভাগই নাগরিকই মুসলিম। লালমনিরহাট সদর উপজেলায় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে। সেটি হচ্ছে নিদারিয়া মসজিদ। এছাড়া আছে ৬৯ হিজরি তথা ৬৯০ খ্রিস্টাব্দের হারানো মসজিদ। এটির নাম সাহাবায়ে কেরাম জামে মসজিদ।

 

লালমনিরহাট জেলার পেশা
তিস্তা ব্যারেজ – লালমনিরহাট জেলা

 

আরও পড়ুনঃ

Leave a Comment