লালমনিরহাট সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে বিজিবির বাধা

বিএসএফের বেড়া নির্মাণে বিজিবির বাধা – আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

লালমনিরহাট সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে বিজিবির বাধা

 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কোনো চুক্তি ছাড়াই গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ক্লাব পাড়ায় ৮/৪১ নম্বর পিলার এলাকায় জিরো লাইন বরাবর বিএসএফ সদস্য ও শ্রমিকদের কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেখা যায়। আন্তর্জাতিক আইন অনুযায়ী, কোনো দেশকে শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কৃষিকাজ ছাড়া বেড়া বা অন্য কোনো স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হয় না।

ঘটনাটি জানতে পেরে বিজিবি সদস্যরা হস্তক্ষেপ করলে বিএসএফ সদস্যরা তাদের কাজ বন্ধ করে দেয়। তবে, কিছুক্ষণ পরেই বিএসএফের একটি বড় দল এসে জোরপূর্বক বেড়া নির্মাণের কাজ শুরু করে। ৫১ বিজিবির অধীনে থাকা পানবাড়ি কোম্পানির অধিনায়ক জামিল আহমেদ বলেন, টহল জোরদার করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও পড়ুন :

Leave a Comment