নাতনীকে ধর্ষণ করে পলাতক দাদা

নাতনীকে ধর্ষণ করে পলাতক দাদা,লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৭ বছরের নাতনীকে -ধর্ষণ করে পালিয়ে গেছে দাদা জহুরুল ইসলাম (৫০)। রোববার(১৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে।জহুরুল ইসলাম উপজেলার- পলাশী ইউনিয়নের টুরুর বাজার এলাকার মৃত আজগার আলীর ছেলে।ঘটনার পর নির্যাতিত শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে থানা পুলিশ।

 

নাতনীকে ধর্ষণ করে পলাতক দাদা

 

নাতনীকে ধর্ষণ করে পলাতক দাদা

পুলিশ ও স্থানীয়রা জানান, মাত্র ৬ মাস আগে জহুরুলের স্ত্রীর মৃত্যু হয়। এরপর থেকেই বাড়িতে একা থাকেন জহুরুল। বিস্কিট চকলেট দেয়ার প্রলোভনে মাঝে মধ্যে প্রতিবেশি এক নাতনীকে(৭) ডেকে নিয়ে বাড়ি পরিস্কার করাতেন তিনি। রোববার বিস্কিট দেয়ার কথা বলে ওই নাতনীকে ডেকে নিয়ে ধর্ষণ করে
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জহুরুল। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যান তিনি।আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক বলেন, ‘শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিজ গাড়িতে সোজা লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছি। শিশুটি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নয়।’ পলাতক ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে ও জানান তিনি।
নাতনীকে ধর্ষণ করে পলাতক দাদা
আরও পড়ুন:

1 thought on “নাতনীকে ধর্ষণ করে পলাতক দাদা”

Leave a Comment