লালমনিরহাটের ৯৮১ পিস ইয়াবাসহ দুই ইউপি সদস্য আটক

লালমনিরহাটে ৯৮১ পিস ইয়াবাসহ দুই ইউপি সদস্য আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব) ১৩ রংপুরের একটি দল।

 

লালমনিরহাটের ৯৮১ পিস ইয়াবাসহ দুই ইউপি সদস্য আটক

 

বুধবার(২৯ জানুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব) রংপুর ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মোঃ সাইফুল্লাহ নাঈম।এর আগে মঙ্গলবার(২৮ জানুয়ারি) রাতে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলনবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুকদুলালী গ্রামের মৃত আব্দুল গণির ছেলে ভেলাবাড়ি ইউপি’র সাবেক সদস্য সাইফুল ইসলাম নান্নু(৪৯) এবং একই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে বর্তমান ইউপি সদস্য সমির উদ্দিন(৫১)।
প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভারতীয় সীমান্ত পাড়ি দিয়ে বিভিন্ন ধরনের মাদক পাচার করে রংপুরসহ সারা দেশে পাচার করছে একটি চক্র। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিলন বাজার অভিযান চালিয়ে ৯৮১ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম নান্নু ও সমির উদ্দিনকে আটক করে র‍্যাব।
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন
এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আটককৃত দুই ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ করে র‍্যাব। ভারতীয় সীমান্ত ঘেঁষা গ্রাম তালুকদুলালী গ্রামের সাবেক ও বর্তমান ইউপি সদস্য সাইফুল ইসলাম নান্নু ও সমির উদ্দিন জনপ্রতিনিধির প্রভাব দেখিয়ে মাদকসহ চোরাচালানের সিন্ডিকেট গড়ে তুলেন। ইতিপুর্বে সাইফুল ইসলাম নান্নু ভারতে গরু পাচার করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) গুলিতে আহত হয়েছিলেন।

Leave a Comment