লালমনিরহাট জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় লালমনিরহাট জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য।

 

লালমনিরহাট জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য
তিনবিঘা করিডোর – লালমনিরহাট জেলা

 

লালমনিরহাট জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য:-

লালমনিরহাট জেলার মোট জনসংখ্যা ১২,৫৬,০৯৯। মোট পুরুষ ৬২৮,৭৯৯ এবং মোট মহিলা ৬২৭,৩০০ জন। লালমনিরহাটের জনসংখ্যার ঘনত্ব ১০০০/কিমি। বেশিরভাগ লোক বাংলায় কথা বলে। এই জেলার বেশিরভাগই নাগরিকই মুসলিম।  লালমনিরহাট জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। লালমনিরহাট জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে রংপুর জেলা ও কুড়িগ্রাম জেলা, পূর্বে কুড়িগ্রাম জেলা, পশ্চিমে নীলফামারী জেলা।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

লালমনিরহাট জেলায় ৫টি উপজেলা রয়েছে; এগুলো হলোঃ

  • আদিতমারী
  • কালীগঞ্জ
  • পাটগ্রাম
  • লালমনিরহাট সদর
  • হাতীবান্ধা

 

লালমনিরহাট জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য
তিস্তা ব্যারেজ – লালমনিরহাট জেলা

 

এ জেলার নাম কেন লালমনিরহাট হলো সে সম্পর্কে বেশ কয়েকটি মত চালু আছে। সেগুলো হলো-

  • মাটির নিচে লাল পাথর দেখতে পায়। সেই থেকে এ জায়গার নাম হয়েছে লালমনি।
  • স্বীকৃতিস্বরূপ এলাকার লোকজন নামে রাখে লালমনি ।
  • ১৭৮৩ সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুলদিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করে। সেই থেকে এ জায়গার নাম হয় ‘লালমনি’। কালের বিবর্তনে ‘হাট’ শব্দটি ‘লালমনি’ শব্দের সাথে যুক্ত হয়ে ‘লালমনিরহাট’ নামকরণ হয়েছে।

আরও পড়ুনঃ

Leave a Comment