কিশোরকে নির্যাতন মামলায় ইউপি সদস্য গ্রেফতার | সারা সপ্তাহের খবর

কিশোরকে নির্যাতন মামলায় ইউপি সদস্য গ্রেফতার এর খবর দিয়ে শুরু করছি জিলাইভ24 এর সাম্প্রতিক জগতের নিউজ আপডেট। আমরা প্রতিদিনের ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

কিশোরকে নির্যাতন মামলায় ইউপি সদস্য গ্রেফতার | সারা সপ্তাহের খবর

ধর্ষকদের হাতে স্ত্রীকে তুলে দেওয়ার ঘটনায় স্বামী গ্রেপ্তার        

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনী গ্রামে স্বামীর উপস্থিতিতে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে। ওই ঘটনায় নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে তার স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে শনিবার রাতে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে গত বুধবার রাতে গণধর্ষণের শিকার হন তিনি। 

আম গাছ নিয়ে দ্বন্দ্ব, লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধায় বড় ভাইয়ের লাঠির আঘাতে জাকিরুল ইসলাম মিস্টার (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৮এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার দুপুরে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই, খোলা আকাশের নিচে পরিবার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে এক পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই। ঘর হারিয়ে অসহায় পরিবারটি খোলা আকাশের নিচে অবস্থান করছে। বুধবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কিশোরকে নির্যাতন মামলায় ইউপি সদস্য গ্রেফতার

 

কিশোরকে নির্যাতন মামলায় ইউপি সদস্য গ্রেফতার

 

লালমনিরহাটের কালীগঞ্জে চুরির অপবাদে এক কিশোরকে হাঁটুর নিচে রশি দিয়ে বাঁশ বেঁধে নির্যাতনের ঘটনায় স্থানীয় ইউপি সদস্য শামসুল হককে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ এপ্রিল) ভোরে উপজেলার ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাড়ি থেকে ডেকে সাবেক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে আবু মুসা ছোটন (৩৫) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পলাশ মিয়াকে আটক করেছে স্থানীয় জনতা।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

চুরির অপবাদে হাঁটুর নিচে বাঁশ বেঁধে কিশোরকে নির্যাতন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চুরির অপবাদ দিয়ে ১৫ বছরের এক কিশোরের হাঁটুর নিচে বাঁশ বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নির্যাতনের ঘটনায় মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ওই কিশোরের মামা আনিছার রহমান নির্যাতনকারীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রবিউল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন শহিদুল (৩০) নামে এক যুবক।

হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘর্ষ তে ১০ জন আহত

 

কিশোরকে নির্যাতন মামলায় ইউপি সদস্য গ্রেফতার

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও পরিবারের দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন। বুধবার (৫ এপ্রিল) হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পারিবারিক এক সংঘর্ষের ঘটনায় হাসপাতালে ভর্তি ছিলেন উপজেলার সিংগিমারী গ্রামের মোকছেদ আলীর স্ত্রী রাশেদা বেগম ও তার শাশুড়ি জোহরা খাতুন। রাতে বউ-শাশুড়ির দ্বন্দ্বের বিষয়ে কথা বলতে যান প্রতিবেশী আবুল হোসেন। এ সময় বিষয়টি নিয়ে ভুল বুঝে রাশেদার ভাই হালিম মারধর করেন আবুল হোসেনকে।

চোর সন্দেহে কিশোরকে নির্যাতন, ইউপি সদস্য গ্রেপ্তার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে সোহান মিয়া (১৪) নামের এক কিশোরকে অমানুষিক নির্যাতনের ঘটনায় স্থানীয় ইউপি সদস্য সামছুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ এপ্রিল) সকালে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলার রসূল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভোরে তাকে উপজেলার ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ি এলাকার তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আরও দেখুনঃ

২ thoughts on “কিশোরকে নির্যাতন মামলায় ইউপি সদস্য গ্রেফতার | সারা সপ্তাহের খবর”

Leave a Comment