শেখ হাসিনা পালানোর পর সবার মনে পরিবর্তন ঘটেছে: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের সবার মনে একটি পরিবর্তন ঘটেছে। সেই পরিবর্তন আজ আমি লক্ষ্য করছি। কারণ খেলা, সমাজ, রাজনীতি ও সংস্কৃতির একটি মিলন ঘটেছে লালমনিরহাটে।

 

শেখ হাসিনা পালানোর পর সবার মনে পরিবর্তন ঘটেছে: আমির খসরু

মঙ্গলবার বিকালে লালমনিরহাটের বড়বাড়ি শহিদ আবুল কাশেম কলেজ মাঠে চলমান শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খসরু মাহমুদ চৌধুরী বলেন, এসবের পেছনে চিন্তা থাকতে হবে। ভাবনা থাকতে হবে। এই চিন্তা-ভাবনাকে বাস্তবায়ন করাও একটি ভালো সংগঠকের দরকার। সবকিছুই সম্ভব হয়েছে আমাদের আসাদুল হাবিব দুলুর জন্য। আপনারা ভাগ্যবান যে, তার মতো একজন নেতা পেয়েছেন।

 

 

তিনি বলেন, খেলাধুলা রাজনীতির মাধ্যমে যদি আমরা দেশকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের মধ্যে সেই স্বচ্ছতা থাকতে হবে। সেই ভালো উদাহরণ থাকতে হবে। চলুন আমরা সবাই মিলে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করি। খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করি। তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করি। এ দেশের সব স্তরের মানুষকে নিয়ে আমাদের নতুন বাংলাদেশের যাত্রায় জয়ী হতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন- বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ও যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির কেন্দ্রীয় বিভিন্ন জেলার নেতারা।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

উল্লেখ্য, লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এবারে ষষ্ঠতম প্রতিযোগিতা চলছে। গত ১২ নভেম্বর লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহিদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ফুটবল দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

 

আরও পড়ুন :

Leave a Comment