লালমনিরহাটে চিয়া চাষে আগ্রহী হচ্ছে কৃষক,লালমনিরহাটের কৃষকদের কাছে নতুন ফসল চিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প ব্যয়ে অধিক লাভ হওয়ায় দিন দিন বাড়ছে চিয়ার চাষাবাদ।জানা যায়, জেলায় সর্ব প্রথম চিয়ার চাষাবাদ শুরু করেন হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের কৃষক জাহেদুল। তিনি দেড় একর জমিতে এ চিয়ার চাষ করে হয়েছেন লাভবান। গত বছর প্রতি শতকে কমপক্ষে ৩ কেজি করে চিয়া পেয়েছেন তিনি। আর প্রতিকেজি চিয়া ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি করেছেন। এতে দেখা যায় প্রতি বিঘায় তার চাষাবাদ খরচ বাদ দিয়ে ৬০ হাজার টাকা পর্যন্ত লাভ হয়।

লালমনিরহাটে চিয়া চাষে আগ্রহী হচ্ছে কৃষক
ফলন ভালো ও লাভবান হওয়ায় জাহেদুলের কাছ থেকে জেলার অনেক কৃষক বীজ নিয়ে এ বছর শুরু করেছেন চিয়ার চাষ। এরইমধ্যে ফলনও ভালো হয়েছে। এখন তারা বাজারে ভালো দাম পেলে আগামীতে এ ফসল চাষাবাদে আরও আগ্রহী হবেন। অনেকেই আবার ক্ষেত দেখতে এসে আগ্রহ প্রকাশ করছেন চিয়া চাষের জন্য।কৃষক জাহেদুল বলেন, ‘অন্যান্য ফসলের চেয়ে চিয়া চাষ করে তিনি বেশি লাভবান হয়েছেন। তাই গত বছরের তুলনায় এবার
বেশি জমিতে এর চাষ করেছেন। আশা করছেন এবার প্রায় ৩ লাখ টাকার চিয়া বিক্রি করতে পারবেন।’মশিউর, হামিদ ও শুশীলসহ একাধিক কৃষক জানান, দেখতেছি চিয়া একটা লাভবান ফসল। আবাদ করতে খরচ কম হয় এবং বাজারে এর দামও ভালো। এখন থেকে চিয়াই চাষ করবেন তারা।
লালমনিরহাট সদর উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রেজাউল হক বলেন, ‘চিয়া সিড মানবদেহের জন্য খুবেই

উপকারী। ক্যারোডিন, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্সসহ অনেক কিছু বিদ্যমান রয়েছে এ সিডে। চিয়া খেলে মানুষের ক্লোন ক্যানসার ও হার্টব্লক হয় না। এমনকি ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।’লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হামিদুর রহমান জানান, আগামীতে চিয়ার চাষ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এ বছর ৭ একর জমিতে চিয়া বীজ চাষ হয়েছে। যা থেকে প্রায় ৫০ মণ চিয়া উৎপন্ন হবে।
আরও পড়ুন:


1 thought on “লালমনিরহাটে চিয়া চাষে আগ্রহী হচ্ছে কৃষক”