হত্যা মামলায় লালমনিরহাটে স্কুল শিক্ষক গ্রেপ্তার

স্কুল শিক্ষক গ্রেপ্তার – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা লালবাগে নিহত লালমনিরহাটের শিক্ষার্থী শাহিনুর ইসলামের (২০) হত্যা মামলায় স্কুল শিক্ষক সাবেক ছাত্রলীগ নেতা আবু সাঈদকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

হত্যা মামলায় লালমনিরহাটে স্কুল শিক্ষক গ্রেপ্তার

গতকাল শনিবার সকালে লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাটের বালাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তার শিক্ষক আবু সাঈদ স্থানীয় উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ছাড়া কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের লতাবর এলাকার বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের ছেলে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জানা গেছে, স্থানীয় হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করত শিক্ষার্থী শাহিনুর ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে রাজধানীর লালবাগে যায় সে। পরে লালবাগ এলাকায় দুষ্কৃতকারীদের গুলিতে আহত হয় সে। তার বাম বুকে গুলি লাগলে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে লালবাগ থানায় শাহিনুর ইসলামের বড় ভাই মাজেদুল ইসলাম বাদী হয়ে ৭৩ জনের নামে হত্যা মামলা করেন।

 

আরও পড়ুন :

Leave a Comment