তিস্তার চরে মদপানের পর বন্ধুকে শ্বাসরোধে হত্যা,লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তিস্তা নদীর চরে মদ পানের পর রফিকুল ইসলাম (২২) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বন্ধু বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আইয়ুব আলীকে (২৬) আটক করেছে পুলিশ।শুক্রবার (১২ মে) দিনগত রাতে উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী তিস্তা নদীর চরে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। আটক আইয়ুব দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার লাটেরহাট ইউনিয়নের চকদফর গ্রামের ইনছান আলীর ছেলে।
তিস্তার চরে মদপানের পর বন্ধুকে শ্বাসরোধে হত্যা
পুলিশ জানায়, দিনাজপুর থেকে অটোরিকশা নিয়ে লালমনিরহাটরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় আইয়ুব আলীর সৎ ভাই জুলফিকার আলীর বাড়িতে বেড়াতে আসেন দুই বন্ধু আইয়ুব আলী ও রফিকুল ইসলাম। শুক্রবার রাতে তিস্তা নদীর চরে সীমান্তে গিয়ে ভারতীয় মদপান করেন দুজন। একপর্যায়ে রফিকুলের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন আইয়ুব আলী। মরদেহ চরে বালুতে পুঁতে রাখেন। খবর পেয়ে রাতেই

মরদেহ উদ্ধারের পাশাপাশি আইয়ুবকে গ্রেফতার করে পুলিশ।এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রফিকুল ইসলামকে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল আইয়ুবের। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
আরও পড়ুন: